ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভেঙে গেলো করণের প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
ভেঙে গেলো করণের প্রেম করণ ওয়াহি ও জিনিতা শেঠ

ক’দিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টেলিভিশন তারকা করণ ওয়াহি অভিনীত ‘হেট স্টোরি ফোর’। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। এরই মধ্যে শোনা গেলো আরও একটি খারাপ খবর।

দীর্ঘদিনের প্রেমিকা জিনিতা শেঠের সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে দিয়েছেন করণ। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

তবে কি কারণে করণ ও জিনিতার সম্পর্ক ভেঙে গেছে তা এখনও নিশ্চিত নয়।  

২০১৭ সালে গোয়ায় একসঙ্গে ভালোবাসা দিবস পালন করেন করণ-জিনিতা। যার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে প্রকাশ্যে আসে তাদের প্রেমের সম্পর্ক।

এরপর করণ বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, আমরা ভালো বন্ধু। একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছি। আর আমার বিশ্বাস এটি ভুল কোনো কাজ নয়। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে গোয়ায় ঘুরতে গিয়েছিলাম যার মধ্যে জিনিতাও ছিলো। আমাদের কিছু লুকানোর হলে আমরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কখনও শেয়ার করতাম না।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।