ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়ের জন্য মায়ের চিঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
মেয়ের জন্য মায়ের চিঠি ঐশ্বরিয়া রাই বচ্চন ও রেখা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর ১৯৯৭ সালে মনি রত্নম পরিচালিত তামিল ছবি ‘ইরুভার’র মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন।

একই বছর রাহুল রাওয়াইল পরিচালিত ‘অর পেয়ার হো গায়া’র মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অ্যাশ। অভিনয় করেছেন ‘দেবদাস’, ‘সর্বজিত’ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রেইনকোট’ ও ‘ধুম টু’-এর মতো ছবিতে।

শুধু বলিউড নয়, পাশাপাশি তাকে দেখা গেছে হলিউড, তামিল ও বাংলা চলচ্চিত্রেও।

সম্প্রতি অভিনয় ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করেছেন অ্যাশ। তাই সাবেক এই বিশ্বসুন্দরীর জন্য আবেগমাখানো একটি চিঠি লিখেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা। যা ছাপা হয়েছে ভারতের জনপ্রিয় একটি ম্যাগাজিনে।

চিঠিতে রেখা লিখেছেন, “প্রিয় ঐশ্বরিয়া, তোমার উদ্দীপনা বহমান নদীর মতো, যা কখনই স্থির হবার নয়। তার যেখানে ইচ্ছা সে কোনো বাধা ছাড়াই চলে যায়; এবং সম্পূর্ণ প্রস্তুত হয়ে শুধু নিজে এবং নিজের জন্য লক্ষ্যে পৌঁছায়। মানুষ হয়তো ভুলে যাবে তুমি কী বলেছ, হয়তো ভুলে যাবে তুমি কী করেছ কিন্তু তোমার জন্য তাদের অনুভূতি কখনই ভুলবে না। সাহসিকতাই যে সবচেয়ে গুরত্বপূর্ণ গুণ তুমি তার জীবন্ত উদাহরণ, কারণ সাহস ছাড়া কোনো গুণেরই ধারাবাহিকতা থাকে না। কোনো কিছু বলার আগেই তোমার শক্তি ও সামর্থ্য তোমার পরিচয় দেয়। ”

যোগ করে রেখা আরও লিখেছেন, ‘তুমি যা ভালোবাসো সেটিই অর্জন করেছ; সেটি এতো চমৎকারভাবে করেছ যে, মানুষ তোমার দিক থেকে চোখ ফেরাতে পারেনি। তুমি নিজেই যথেষ্ট, অন্য কাউকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আমরা কতোবার শ্বাস নিচ্ছি তা দিয়ে জীবনের হিসাব করা হয় না, বরং যে সময় শ্বাস চলে যায় তা হিসাব করা হয়। ’

“তুমি অনেক দূর এসেছ বাচ্চা। অনেক বাধা অতিক্রম করে ফিনিক্স’র মতো তুমি জেগে উঠেছ। আমি কোনো শব্দ দিয়ে লিখে প্রকাশ করতে পারবো না আমি কতোটা গর্ববোধ করেছি, যখন চাঁদের মতো সুন্দর মেয়েটির মুখ প্রথমবার দেখেছিলাম, যেনো আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো। তুমি যতোগুলো ভূমিকা পালন করেছ সবখানেই সেরাদের সেরাটা দিয়েছ, কিন্তু আমার হৃদয়ে যেটি সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তা হলো একজন পরিপূর্ণ মায়ের ভূমিকা, যা তুমি। তোমার ছোট এক গুচ্ছ আনন্দ যার নাম আরাধ্য। ”

“ভালোবাসার মধ্যে থাকো এবং তোমার জাদু ছড়িয়ে যাও। ঐশ্বরিয়া রাই বচ্চনের দুই দশক-ওয়াও! তোমার হৃদয় যা ধারণ করতে পারে তার চেয়ে বেশি মঙ্গল ও সৌভাগ্য অর্জন করো এই আশীর্বাদ ও দোয়া করি! তোমাকে ভালোবাসি, বেঁচে থাকো। রেখা মা। ”

অতুল মাঞ্জরেকার পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।