ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে শ্রিয়ার বিয়ের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
প্রকাশ্যে শ্রিয়ার বিয়ের ছবি স্বামী আন্দ্রেই কসচেভের সঙ্গে শ্রিয়া স্মরণ

তেলেগু ছবি ‘ইস্তাম’-এর মধ্য দিয়ে ২০০১ সালে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন শ্রিয়া স্মরণ। ১৭ বছরের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য ছবি।

হলুদের সাজে শ্রিয়া স্মরণশুধু তামিল, তেলেগু, মালায়ালাম নয়, পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি।

গত ১২ মার্চ রুশ প্রেমিক আন্দ্রেই কসচেভের সঙ্গে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী।

যেখানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

স্বামী আন্দ্রেই কসচেভের সঙ্গে শ্রিয়া স্মরণসম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শ্রিয়ার বিয়ে ও হলুদের কয়েকটি স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।