ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার দিনে ৫০ কোটির ঘরে ‘রেইড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
চার দিনে ৫০ কোটির ঘরে ‘রেইড’ ‘রেইড’ ছবির দৃশ্যে অজয় দেবগণ ও ইলিয়েনা ডি’ক্রুজ

বেশ ফুরফুরে মেজাজে আছেন অজয় দেবগণ। গত ১৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘রেইড’। বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে ছবিটি। মাত্র চার দিনেই ৫০ কোটি রুপি আয় করে নিয়েছে এটি।

এ বছর ‘পদ্মাবত’-এর পর প্রথম দিনের আয়ের দিক থেকে ‘রেইড’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। রাজ কুমার গুপ্ত পরিচালিত ছবিতে অজয়ের বিপরীতে রয়েছেন অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ।

এর আগে ‘বাদশাহো’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা।

‘রেইড’-এ আয়কর কর্মকর্তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন অজয়। এছাড়াও ইলিয়েনা ও সৌরভ শুক্লার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ভারতের লখনউর একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে।

চলচ্চিত্র সমালোচকরা মনে করছে সপ্তাহ শেষে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।