ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের ‘রেস থ্রি’তে সিলভেস্টার স্ট্যালোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
সালমানের ‘রেস থ্রি’তে সিলভেস্টার স্ট্যালোন সালমান খান ও সিলভেস্টার স্ট্যালোনে

গত বছর খবরের শিরোনমে এসেছিলো বলিউড অভিনেতা সালমান খান ও হলিউডের কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের টুইটার আলাপচারিতা।

শোনা গিয়েছিলো যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুলতান’ ছবিতে একসঙ্গে কাজ করবেন তারা। কিন্তু ২০১৬ সালের ৫ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটিতে দেখা যায়নি ‘র‌্যাম্বো’খ্যাত এই তারকাকে।

চমকপ্রদ তথ্য হলো- ‘সুলতান’-এ না দেখা গেলেও এবার সালমান খান অভিনীত ‘রেস থ্রি’তে দেখা যাবে সিলভেস্টার স্ট্যালোনকে। সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে এমনটা নিজেই জানালেন হলিউডের এই অভিনেতা।

বুধবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলভেস্টার স্ট্যালোনের একটি ভিডিও শেয়ার করেছেন সালমান খান। এর ক্যাপশনে সল্লু লিখেছেন, এ সপ্তাহে আমি আমার ‘রেস থ্রি’ পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। কিন্তু আরও কিছু আছে যা আপনাদের জানা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।