ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সব ভুলে একসঙ্গে শ্যুটিংয়ে শাকিব-মিশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
সব ভুলে একসঙ্গে শ্যুটিংয়ে শাকিব-মিশা শাকিব-মিশা, দুজন দুজনের কাঁধে হাত রেখে ছবিও তুলেছেন এফডিসিতে

শাকিব-মিশার মধ্যে ‘দূরত্বের সম্পর্কের’ অবসান ঘটেছে। জনপ্রিয় এ জুটি আবারও শ্যুটিংয়ে ফিরেছেন। বুধবার (২১ মার্চ) এফডিসির ৯ নং ফ্লোরে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবির মহরতে অংশ নিয়েছেন তারা।

শ্যুটিং এসে দুজন দুজনের কাঁধে হাত রেখে ছবি তুলেছেন। হেসে কথাও বলছেন।

তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিলো না বলেও মন্তব্য করেন শাকিব।  

গত বছরে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দু’জনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন দু’জনই পাল্টাপাল্টি বক্তব্য দেন। এরপর থেকে পর্দার জনপ্রিয় এ জুটিকে একসঙ্গে শ্যুটিংয়ে দেখা যায়নি। অবশেষে এ দূরত্বের অবসান ঘটলো।  

২০ মার্চ কলকাতা থেকে ঢাকায় ফিরে বুধবার ‘ক্যাপ্টেন খান’ ছবির শ্যুটিংয়ে অংশ নিলেন শাকিব। এতে তার নায়িকা বুবলী। ছবিটিতে আরও অভিনয় করছেন অমিত হাসান, শিবা সানু প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।