ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০ বছর পর ফিরলেন উর্মিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
১০ বছর পর ফিরলেন উর্মিলা উর্মিলা মাতন্ডকর

অভিনয় ও নাচের জাদুতে নব্বই দশকে বলিউড মাতিয়েছেন উর্মিলা মাতন্ডকর। ‘রঙ্গিলা’, ‘কৌন’, ‘পেয়ার তুনে কেয়া কিয়ার’র মতো অসংখ্য ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই রূপালি পর্দার আঁড়ালে চলে যান বলিউডের এই অভিনেত্রী। সবশেষ ২০০৮ সালে ‘কর্জ’ ছবিতে দেখা গেছে তাকে।

দীর্ঘ বিরতির পর ইরফান খান অভিনীত ‘ব্ল্যাকমেল’-এর ‘বেওয়াফা বিউটি’ শিরোনামের একটি গানে কোমর দোলাতে দেখা গেলো উর্মিলাকে। এর মধ্য দিয়ে ১০ বছর পর বলিউড ছবিতে কাজ করলেন ৪৪ বছর বয়সী এই তারকা।

 

‘বেওয়াফা বিউটি’তে কণ্ঠ দিয়েছেন পাওনি পাণ্ডে। সুর করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

অভিনয় দেও পরিচালিত ‘ব্ল্যাকমেল’-এ ইরফানের পাশাপাশি আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত, কৃতি কুলহারি, অরুনয় সিং, ওমি বৈদ্যসহ প্রমুখ। আগামী ৬ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

** ‘বেওয়াফা বিউটি’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।