ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার একসঙ্গে হৃতিক-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আবার একসঙ্গে হৃতিক-ক্যাটরিনা! হৃতিক রোশান ও ক্যাটরিনা কাইফ

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘ব্যাং ব্যাং’ ছবি দুটিতে অভিনয় করে এরই মধ্যে দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন হৃতিক রোশান ও ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে- তৃতীয় বারের মতো জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাং ব্যাং’ ছবির সিক্যুয়েল ‘ব্যাং ব্যাং রিলোডেড’-এ একসঙ্গে দেখা যেতে পারে এই জুটিকে। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক অতুল মোহন টুইটারে লিখেছেন, ‘‘ব্যাং ব্যাং’র সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেছেন নির্মাতারা। নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘ব্যাং ব্যাং রিলোডেড’। এ সপ্তাহেই ছবির নামটি রেজিস্ট্রেশন করেছেন তারা। আবারও হয়তো একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশান ও ক্যাটরিনা কাইফকে। ”

বিশাল বেহেল পরিচালিত ‘সুপার থার্টি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হৃতিক। এতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ ম্রুণাল ঠাকুরকে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।