ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ববি দেওলকে সালমান ভেবে স্ট্যালোনের ভুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
ববি দেওলকে সালমান ভেবে স্ট্যালোনের ভুল সালমান খান, সিলভেস্টার স্ট্যালোন ও ববি দেওল

এক এক করে ‘রেস থ্রি’ পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সালমান খান। সেই সঙ্গে চালিয়ে যাচ্ছেন ছবিটির প্রচারণাও।  

নিজের ছবির প্রচারণার সঙ্গে সঙ্গে হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোনের নতুন ছবি ‘ক্রিড টু’-এর একটি প্রচারের ভিডিও শেয়ার করেন সল্লু। আর এর প্রতিদান স্বরূপ হলিউডের কিংবদন্তি এই অভিনেতাও ‘রেস থ্রি’ নিয়ে তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।

এখানেই বাঁধে বিপত্তি!

কারণ ‘র‌্যাম্বো’খ্যাত এই তারকা ববি দেওলের ছবি পোস্ট করে ক্যাপশনে শুভেচ্ছা জানান সালমান খানকে। আর এই ভুল পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল করা শুরু হয়।

ববি দেওলের ছবি শেয়ার করে সিলভেস্টার স্ট্যালোন এর ক্যাপশনে লিখেছিলেন, “মেধাবী চলচ্চিত্র অভিনেতা সালমান খানকে তার পরবর্তী চলচ্চিত্র ‘রেস থ্রি’র জন্য অনেক শুভকামনা। ’

পরে অবশ্য সেটি ডিলিট করে দেন হলিউডের বর্ষীয়ান এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।