ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নানা-নাতনির সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
নানা-নাতনির সেলফি নানা অমিতাভ বচ্চনের সঙ্গে নভ্য নাভেলি নন্দা

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শ্যুটিং শেষ করে ক’দিন আগেই বাড়িতে ফিরেছেন অমিতাভ বচ্চন। আর বাড়ি ফেরার পর যতোটুকু সময় পাচ্ছেন নাতনি নভ্য নাভেলি নন্দার সঙ্গে কাটাচ্ছেন বলিউডের এই মেগাস্টার।

শনিবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নাতনির সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। এর ক্যাপশনে ৭৫ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘বাড়ি সেটাই যেখানে ভালোবাসা আছে।

পড়াশোনার জন্য দেশের বাহিরে থাকেন নভ্য। কিন্তু যখনই মুম্বাই আসেন নানার সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। এমনকি নানাকে পিয়ানো বাজিয়ে শোনানোও নভ্যর পছন্দ।

‘থাগস অব হিন্দুস্তান’-এ অমিতাভের সঙ্গে আরও দেখা যাবে আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতেমা সানা শেখকে।

উমেশ শুক্লা পরিচালিত ‘১০২ নট আউট’ নামে একটি ছবির কাজ রয়েছে অমিতাভের হাতে। এতে তার সহশিল্পী ঋষি কাপুর। এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ২৭ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা। আগামী ৪ মে মুক্তি পাবে ছবিটি।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।