ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছাড়পত্রের অনুমতি পেলো ‘জান্নাত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
ছাড়পত্রের অনুমতি পেলো ‘জান্নাত’ সাইমন ও মাহি

সাইমন ও মাহির অন্যতম আলোচিত সিনেমা ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি কিছুদিন আগে ছাড়পত্র পাওয়ার জন্য সেন্সরবোর্ডে জমা পড়ে।

সোমবার (২৬ মার্চ) মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ‘রোববার (২৫ মার্চ) বিকেলে সেন্সরবোর্ডে ‘জান্নাত’ প্রদর্শিত হয়েছে। সিনেমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা বিনা কর্তন ছাড়াই ছাড়পত্র দেওয়ার অনুমতি দেয়।

মঙ্গলবার (২৭ মার্চ) সেটি হাতে পাবো’। সাইমন ও মাহিসিনেমাটিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় থাকছেন মাহি। পোশাক-পরিচ্ছদ পরিবর্তন এনেছেন তিনি। লম্বা চুলের বেনী করা, তার ওপর ওড়না, সিনেমায় এমনই লুকে থাকছেন মাহির। তার বাবা (আলীরাজ) খাদেমের নতুন মুরিদ তরুণ সাইমন। মুখভর্তি দাঁড়ি নিয়ে হাজির হবেন তিনি।

‘পোড়ামন’খ্যাত এই ছাড়াও ‘জান্নাত’-এ আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।

এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।