ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা দিবসে বাপ্পার ‘অগ্নিঝরার গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
স্বাধীনতা দিবসে বাপ্পার ‘অগ্নিঝরার গান’ বাপ্পা মজুমদারসহ অন্যান্য শিল্পীরা(ছবি: সংগৃহীত)

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শোনা যেতো কালজয়ী সব গান। সেসব গান আজও বাঙালিদের দেশপ্রেম শেখায়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ স্বাধীনতার মোট ৪টি গান নিয়ে টিভি পর্দায় প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান অগ্নিঝরার গান। গানগুলো পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘দলছুট’।

পাশাপাশি অনুষ্ঠানে গানগুলোর প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন বাপ্পা মজুমদার।

সোমবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯ টায় একুশে টেলিভিশনে ‘অগ্নিঝরার গান’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
জেআইএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।