ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে ‘রেস থ্রি’ পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
একসঙ্গে ‘রেস থ্রি’ পরিবার ‘রেস থ্রি’র পোস্টার

অভিনব কায়দায় একে একে ‘রেস থ্রি’ প্রতিটি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সালমান খান। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রত্যেকের আলাদা পোস্টার প্রকাশ করে তাদের পরিচয় করিয়ে দেন ভাইজান।

২৫ মার্চ রাতে ছবিটির আরেকটি পোস্টার প্রকাশ পেয়েছে। যাতে ‘রেস থ্রি’র পুরো পরিবার এক সঙ্গে উপস্থিত হয়েছেন।

পোস্টারটিতে দেখা যাচ্ছে সবার সামনে রাজকীয় চেয়ারে বসে আছেন সালমান খান। তার পাশে চেয়ার ঘেঁষে দাঁড়িয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়াও অনিল কাপুর, ববি দেওল, শাকিব সেলিম ও ডেইজি শাহ রয়েছেন তাদের পেছনে।

পোস্টারটির গায়ে ট্যাগ লাইন দেওয়া হয়েছে, ‘আপনার শত্রু থাকার দরকার নেই, যখন আপনার কাছে  পরিবার থাকবে’। দর্শকরা পোস্টারটি বেশ পছন্দ করছে।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ বছরে সবচেয়ে আলোচিত ছবির তালিয়ে রয়েছে। ঈদ উপলক্ষে আগামী ১৫ জুন ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
জেআইএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।