ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

চঞ্চল-তিশার ‘চরিত্র স্বামী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
চঞ্চল-তিশার ‘চরিত্র স্বামী’ ‘চরিত্র স্বামী’ নাটকের দৃশ্য। ছবি: বাংলানিউজ

সংসার মানেই খুনসুটি, ঝগড়া, হাসি, কান্না। সংসার মানেই, স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব মিলেমিশে আপোসের ছন্দ।কিন্তু সেলিম প্রতিদিন অফিস থেকে এসেই নীনার সঙ্গে মেজাজ দেখায়, সব কিছুই তার করতে হয়, নীনা শুধুই ঘরে বসে বসে খায়। নীনা সারাদিনের সংসারের কাজের বর্ণনা দিলে সেলিম তা হেসে উড়িয়ে দেয়, যেনো ঘরের কাজ কোনও কাজই না।

একদিন গল্পের মোড় ঘুরে যায়, সেলিমের চাকরি চলে যায়। নীনা বাহিরের কাজে যোগ দেয়।

সেলিম ঘর সামলানোর দায়িত্ব নেয়। সেলিমের ‘স্বামী’ চরিত্রটি কি নীনার আচরনের মধ্যে ঢুকে যায়? এরকমই এক টানটান উত্তেজনা ও হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের কাহিনী।

‘চরিত্র স্বামী’ রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। এতে সেলিম চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী এবং তিশাকে দেখা যাবে নীনা চরিত্রে।

‘চরিত্র স্বামী’ নাটকের দৃশ্যতাদের পাশাপাশি আরও দেখা যাবে ডা. এজাজ, শামীমা নাজনীন, আব্দুল্লাহ রানা, নাবিলা ইসলাম, আহসান কবির, মুসাফির সৈয়দ, গোলাম সারোয়ার, সাঈদ সজল প্রমুখ।

ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ‘চরিত্র স্বামী’।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।