ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

মৌ-সুমনের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
মৌ-সুমনের ‘বরবাদ’ এফএ সুমন ও তাসলিমা জাহান মৌ

দীর্ঘদিন পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এফএ সুমন। ‘বরবাদ’ শিরোনামের গানটিতে সুমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাসলিমা জাহান মৌ।

এ মিজানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এফএ সুমন নিজেই। বুধবার (১৩ জুন) লায়নিক মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে গানটি।

নতুন গান প্রসঙ্গে এফএ সুমন বলেন, ‘অনেকদিন পর ডুয়েট গাইলাম। এই গানটিতে শ্রোতারা নতুন এক ধরনের স্বাদ পাবেন। ’

এই গানের মাধ্য দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে তাসলিমা জাহান মৌ’র। তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে সুমন ভাইয়ের সঙ্গে গান দিয়ে শুরুটা হলো। আরো কয়েকটি গান তৈরি হচ্ছে। বাকিটা শ্রোতারাই ভাল জানবেন। ’

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।