ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুমনের নতুন গান ‘মুঠো ভরে প্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
সুমনের নতুন গান ‘মুঠো ভরে প্রেম’ ‘মুঠো ভরে প্রেম’ গানের দৃশ্যে রূপক রেজা ও সানাই

গত ঈদে সংগীতশিল্পী এফ এ সুমনের ‘মিথ্যাবাদী রে’ শিরোনামের একটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এবার আসছে তার নতুন গান ‘মুঠো ভরে প্রেম’। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।

এতে সুমনের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তানজিনা। কথা লিখেছেন রবিউল ইসলাম রবি।

পলক সুমনের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন আমিন খান।

এফ এ সুমন বলেন, গানটির কথা ও সুর অনেক চমৎকার। শ্রোতারা আমার কণ্ঠে যেমন গান শুনতে পছন্দ করেন এটি তেমনই। গানের সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে।

‘মুঠো ভরে প্রেম’ ভিডিওতে মডেল হয়েছেন রূপক রেজা ও সানাই। ভিডিওটি নির্মিত হয়েছে সিডি চয়েস মিউজিকের ব্যানারে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।