ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ফ্যানি খান’র টিজার নিয়ে হাজির ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
‘ফ্যানি খান’র টিজার নিয়ে হাজির ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন

দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘ফ্যানি খান’ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অনিল কাপুর।

মঙ্গলবার (২৬ জুন) ছবিটির ফার্স্টলুক টিজার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা টি-সিরিজ। এতে এক ঝলক দেখা গেলো সাবেক এই বিশ্ব সুন্দরীকে।

জানা যায়, ছবিটিতে একজন তারকা সংগীতশিল্পী হিসেবে হাজির হবেন তিনি। টিজারের মাধ্যমে অনিল কাপুর ও রাজকুমার রাও নিজ চরিত্রের জানান দিয়েছেন।

অতুল মঞ্জেকার পরিচালিত ‘ফ্যানি খান’ আগামী ৩ আগস্ট মুক্তি পাবে। অস্কারের মনোনয়ন পাওয়া ডমিনিক ডেরুডেরস পরিচালিত ডাচ ছবি 'এভরিবডি’স ফেমাস' থেকে ‘ফ্যানি খান’র গল্প নেওয়া হয়েছে।

**‘ফ্যানি খান’র টিজারবাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।