ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার আড্ডায় মোনালিসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
পূর্ণিমার আড্ডায় মোনালিসা পূর্ণিমা ও মোনালিসা

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী মোনালিসা। বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠানেও তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এবার চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’য় হাজির হতে যাচ্ছেন মোনালিসা। পূর্ণিমার সঙ্গে আড্ডা দেবেন তিনি

টকশোটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার।

আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো-মন্দ লাগাসহ নানান বিষয় উঠে আসে। নতুন পর্বে নিজের কথা জানাবেন টিভি পর্দার প্রিয় মুখ মোনালিসা।

এবারের পর্বে সম্প্রতি রাজধানীর স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অনিন্দ্য মামুনের গ্রন্থনায় টকশোটির প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। আগামী ৩০ জুন রাত ১০টায় আরটিভিতে পর্বটি প্রচার।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।