ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বোনের প্রতি ভাইয়ের দায়িত্ববোধের গল্প ‘ছায়া শিকারি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
বোনের প্রতি ভাইয়ের দায়িত্ববোধের গল্প ‘ছায়া শিকারি’ ‘ছায়া শিকারি’ নাটকের একটি দৃশ্য

ভিন্ন ধরনের গল্পের নাটক ‘ছায়া শিকারি’। বোনের প্রতি এক ভাইয়ের ভালোবাসা ও দায়িত্ববোধের চিত্র এতে ফুটে উঠবে। 

নাটকটি  প্রযোজনা ও পরিচালনায় আছেন তানিম রিদওয়ান। এটি তার প্রথম নাটক।

পরিচালকের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ। এতে অভিনয় করেছেন সাদমান সামির, শারিয়া আহাদ, রকিব উদ্দিন প্রমুখ।

তানিম রিদওয়ান বলেন, একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করলাম। বোনের প্রতি ভাইয়ের অন্যরকম একটি দায়িত্ববোধের গল্প দর্শক দেখতে পাবেন। কিছুদিন আগে ‘ছায়া শিকারী’র ট্রেইলার প্রকাশ করা হয়েছে। দর্শকরা ইতিবাচক সাড়া দিচ্ছেন।

খুব শিগগিরই ‘ছায়া শিকারি’ নাটকটি টিভি পর্দায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।