ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গোল্ড’ নিয়ে হাজির অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
‘গোল্ড’ নিয়ে হাজির অক্ষয় ‘গোল্ড’ ছবির নতুন পোস্টার

‘বেবি’, ‘এয়ারলিফ্ট’, ‘রুস্তম’ ও ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েছেন অক্ষয় কুমার। এবার ‘গোল্ড’ নিয়ে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

হকি খেলোয়াড় বলবীর সিংয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘গোল্ড’ ছবিটি। ১৯৪৮ সালে লন্ডনে ১৪তম অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম সোনার পদক জেতে হকিতে।

ওই দলের সদস্য ছিলেন বলবীর সিং।

রিমা কাগতি পরিচালিত ও ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি প্রযোজিত ছবিটিতে বলবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার।

‘গোল্ড’ ছবির দৃশ্যে মৌনি রয়সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। যেখানে অক্ষয়ের অভিনয় আরও একবার জয় করে নিয়েছে দর্শকের হৃদয়।

ভারত ও যুক্তরাজ্যে হয়েছে ‘গোল্ড’র শুটিং। এতে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনি রয়। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

** ‘গোল্ড’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।