ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিবার নিয়ে বার্সেলোনায় ছুটি কাটাচ্ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
পরিবার নিয়ে বার্সেলোনায় ছুটি কাটাচ্ছেন শাহরুখ ছেলে আরিয়ান খান ও আব্রাম খানের সঙ্গে শাহরুখ খান

যতোই ব্যস্ততা থাক মাঝেমধ্যেই স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে ছুটি কাটাতে যান শাহরুখ। এরই ধারাবাহিকতায় এবার পুরো পরিবার নিয়ে বার্সোলোনায় ঘুরতে গিয়েছেন কিং খান।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে খান পরিবারের বার্সেলোনা সফরের স্থিরচিত্রগুলো। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

নিজের টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছে শাহরুখপত্নী গৌরি খানও। যেখানে দেখা যাচ্ছে, বার্সেলোনার রাস্তায় বসে দুই ছেলেকে নিয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন কিং খান।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।