ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিকে লজ্জা থেকে বাঁচালেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
পরিকে লজ্জা থেকে বাঁচালেন সিদ্ধার্থ সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতি চোপড়া

দু’দিন আগে অনুষ্ঠিত হয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগাদান পার্টি। যেখানে বসেছিলো তারার হাট।

পার্টিতে একটি প্যান্ট স্টাইলের শাড়ি পরে এসেছিলেন পরিণীতি চোপড়া। সাদা-কালো এই পোশাকে বেশ ট্রেন্ডি লাগছিলো পরিকে।

কিন্তু ভিন্ন ধরনের এই শাড়ি পরে প্রথম থেকেই খানিকটা অস্বস্তিতে ছিলেন তিনি। গাড়ি থেকে নামার সময়ই বারবার নিজের কোমড়ের বেল্ট ঠিক করছিলেন।

হাঁটার সময় কোমরের নীচে নেমে যাচ্ছিলো সেই বেল্ট। সেটি বারবার ঠিক করতে গিয়ে নিজেকে সামলাতে পারছিলেন না পরিণীতি।

বেল্ট নিয়ে নাজেহাল পরিণীতিকে দেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। বেল্টটা ঠিক করে লাগিয়ে দিলেন তিনি। সেই সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরে পড়ে সেই মুহূর্তগুলো। ছড়িয়ে পড়ে অন্তর্জাল দুনিয়ায়। রীতিমতো ভাইরাল হয় সেই মুহূর্তের ছবি ও ভিডিও।

২০১৪ সালে ‘হাসি তো ফাসি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ-পরিণীতি। বর্তমানে ‘শুটগান শাদী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তারা। এর মধ্য দিয়ে চার বছর পর আবার একসঙ্গে অভিনয় করছেন এই জুটি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।