ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান সালমান খান ও শেরা

বলিউড সুপারস্টার সালমান খান যে ওয়াদা করেন তা থেকে তিনি কখনও পিছপা হন না। তাই নিজের দেহরক্ষী শেরার কাছে ৩০ বছর আগে করা একটি ওয়াদা পালন করতে যাচ্ছেন এই ‘সুলতান’ তারকা।

তিন দশক আগে দেহরক্ষী গুরমিত সিং জলি ওরফে শেরার কাছে কী ওয়াদা করেছিলেন সালমান? জানা গেছে, শেরার ছেলেকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সল্লু।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শেরার ছেলে টাইগারের জন্মের সময় একটি ওয়াদা করেছিলেন সালমান।

টাইগারকে কোলে নিয়ে তিনি বলেছিলেন, ‘ও নায়ক হবে। আমি ওকে নায়ক বানাবো। ’

সালমান খানের সঙ্গে শেরার ছেলে টাইগারটাইগার এখন টগবগে তরুণ। তাই সালমানের সেই ওয়াদা পূরণের সময় এসেছে।

‘লাভরাত্রি’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুশ শর্মার। এই ছবি মুক্তির পরই শেরাপুত্র টাইগারকে বলিউডে আনবেন সালমান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।