ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে প্যারিসে অর্জুন-মেহের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে প্যারিসে অর্জুন-মেহের দুই মেয়ের সঙ্গে অর্জুন রামপাল ও মেহের জেসিয়া

গত ২৭ মে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ২০ বছরের সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মেহের জেসিয়া।

বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে এক যৌথ বিবৃতিতে তারা বলেছিলেন, ২০ বছর পর তাদের মনে হয়েছে প্রত্যেকটি যাত্রাপথেরই অভিমুখ আলাদা হয়ে যায়। তাই এবার থেকে তারা অন্য পথে হাঁটা শুরু করলেন।

তবে বহু সুখস্মৃতি জড়িয়ে আছে ফেলে আসা পথে। যা কোনদিন ভোলার নয়। তারা বন্ধু ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাদের ভালোবাসার মানুষদের কাছে একই রকম থাকবেন। শুধু যৌথযাত্রার পথ থেকে সরে গেলেন তারা।

দুই মেয়ের সঙ্গে মেহের জেসিয়াযেমন কথা, তেমন কাজ করে দেখালেন প্রাক্তন এই দম্পতি। বিচ্ছেদের পরও তারা তাদের বন্ধুত্বের সম্পর্ককে রেখেছেন অটুট। তাইতো পেছনের সব কথা ভুলে দুই মেয়ে মাহিকা (১৬) ও মায়রাকে (১৩) নিয়ে প্যারিসে ছুটি কাটাতে গিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেহের, মাহিকা ও মায়রার একসঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘প্যারিসিয়ান (প্যারিসের) নারীরা। ’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।