ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফকে মারতে ব্যর্থ মৌসুমী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
আসিফকে মারতে ব্যর্থ মৌসুমী! আসির আকবর ও মৌসুমী হামিদ

আন্ডারওয়ার্ল্ডের ডন আসিফ আকবরের প্রেমিকা মৌসুমী হামিদ। তবে ডন হলেও নিরীহ মানুষ খুন করতে একেবারেই নারাজ আসিফ। তাই মোটা অর্থের একটি প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

তবে অর্থের লোভে গোপনে কাজটি হাতে নেনে তার লোভী প্রেমিকা। শুধু তাই নয়, প্রেমিক আসিফকে খুন করতেও চান তিনি।

কিন্তু আসিফের তীক্ষ্ণ বুদ্ধির কাছে হার মানতে হয় তাকে। উল্টো মৌসুমী নিজেই প্রাণ হারান।

এটি মূলত সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘আগুন পানি’র মিউজিক ভিডিওর গল্প। গানের তালে তালে চমৎকার একটি গল্প বলেছেন নির্মাতা সৈকত নাসির। বৃহস্পতিবার (০৫ জুলাই) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

শুধু গানে নয়, অভিনয়েও যে আসিফ পারদর্শী তা এ গানটি দেখেই বোঝা গেল। ‘আগুন পানি’ গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদেরও বেশ সাড়া ফেলেছে।

‘আগুন পানি’ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ মুন্সী।

**‘আগুন পানি’ গানের ভিডিওবাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
জেআইএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।