ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেলো ‘মাতাল’র গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
প্রকাশ পেলো ‘মাতাল’র গান সাইমন সাদিক ও অধরা খান

শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সিনেমার রোমান্টিক একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত ‘হৃদয় পিঞ্জরে’ শিরোনামের গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠ দিয়েছেন হৈমন্তী।

কক্সবাজারের বেশ কয়েকটি মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে।    

সিনেমাটিতে সাইমন সাদিকের বিপরীতে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা অধরা খান। এই গানটিতে তাদের দু’জনকে পারফর্ম করতে দেখা গেছে।

এছাড়া আরও অভিনয় করেছেন শিপন, অরিন, মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরীসহ অনেকে। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই।

**‘হৃদয় পিঞ্জরে’ গানের ভিডিওবাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।