ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়দিনে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
বড়দিনে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’ সালমান খান

গত সপ্তাহে ‘দাবাং’ মুক্তির ৮ বছর পূর্তি উপলক্ষে ঘরোয়া পার্টিতে এক হয়েছিলেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রীরা।

সেদিনই পার্টির কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টা করে সালমান ও সোনাক্ষী জানান আগামী বছর ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে। তবে তখন কোন তারিখে সিনেমাটি মুক্তি দেওয়া হবে তা জানানো হয়নি।

সম্প্রতি মুক্তির তারিখ জানা গেছে। ২০১৯ সালে বড়দিনে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’।

চলতি বছর ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। আগের দুই পর্বের মতো এবারো চুলবুল পাণ্ডে হয় পর্দায় হাজির হবেন ‘ভাইজান’। আর স্ত্রী রাজ্যের চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে।

শোনা যাচ্ছে, ‘দাবাং থ্রি’ পরিচালনা করবেন প্রভু দেবা। তবে এই বিষয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।