ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরমানের নতুন গানের মডেল আশফাক-লিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরমানের নতুন গানের মডেল আশফাক-লিয়া আশফাক রানা ও লিয়ানা লিয়া

‘বেঈমান’র প্রকাশের এক মাস পর নতুন গান-ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছেন সঙ্গীতশিল্পী আরমান আলিফ।

গানটির শিরোনাম ‘কার বুকেতে হাসো’। গানটির কথা-সুর তৈরি করেছেন আরমান আলিফ নিজেই।

আর সংগীতায়োজন করেছেন শারিয়ার রাফাত। নির্মিত হয়েছে গানটির একটি গল্পনির্ভর ভিডিও। সৈকত রেজার পরিচালনায় এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন আশফাক রানা ও লিয়ানা লিয়া।

সোমবার (১৭ সেপ্টেম্বর) গানটির অডিও-ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, এখন থেকে আমি মাসে একটির বেশি গান-ভিডিও প্রকাশ করতে চাই না। কারণ একসঙ্গে একাধিক গান প্রকাশ পেলে সেগুলোর মান রক্ষা এবং সঠিক যত্ন কোনোটাই হয় না। এই গানটির মাধ্যমে সেই পরিকল্পনা শুরু করলাম। অনেক যত্ন করে গানটি করেছি। দারুণ একটা ভিডিও হয়েছে। আশা করছি আগের মতোই সবার ভালো লাগবে। ’

**‘কার বুকেতে হাসো’ গানটির ভিডিও
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।