ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পি-অধরার ‘এলোমেলো’ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বাপ্পি-অধরার ‘এলোমেলো’ গান বাপ্পি ও অধরা

মুক্তির অপেক্ষায় রয়েছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) অনলাইনে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘এলোমেলো’। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান লাবু।

এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।

রোমান্টিক এই গানটির শুটিং হয়েছে কক্সবাজারে। এতে পারফর্ম করেছেন বাপ্পি ও অধরা।

বাপ্পি-অধরা ছাড়াও ‘নায়ক’-এ আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

**'এলোমেলো' গানের ভিডিওবাংলাদেশ সময়: ১৯৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।