ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কন্যা সন্তানের বাবা হলেন নীল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
কন্যা সন্তানের বাবা হলেন নীল নীল ও রুকমিনি

বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশ বাবা হয়েছেন। তার স্ত্রী রুকমিনি সাহায় বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মুম্বাইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

গত এপ্রিলে নীল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে নতুন অতিথি আসার খবরটি সবাইকে জানিয়েছিলেন। তখন তিনি প্রথম সন্তানের অপেক্ষায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুম্বাইয়ের মেয়ে রুকমিনিকে বিয়ে করেন নীল। রুকমিনি মিডিয়ার সঙ্গে জড়িত নন। তিনি কাজ করেন বিমান শিল্পে।

নীল কিংবদন্তি সঙ্গীতশিল্পী মুকেশের নাতি ও নিতিন মুকেশের ছেলে। তার অভিনীত সিনেমার তালিকায় উল্লেখযোগ্য ‘জনি গাদ্দার’ (২০০৭), ‘নিউইয়র্ক’ (২০০৯), ‘জেল’ (২০০৯), ‘সাত খুন মাফ’ (২০১১), ‘প্লেয়ার্স’ (২০১২), ‘ডেভিড’ (২০১৩), ‘প্রেম রতন ধন পায়ো’ (২০১৫), ‘ওয়াজির’ (২০১৬) প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।