ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কালো গাউনে দ্যুতি ছড়ালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
কালো গাউনে দ্যুতি ছড়ালেন জাহ্নবী জাহ্নবী কাপুর

বলিউড ইন্ডাস্ট্রির নতুন সেনসেশন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। দৃষ্টিনন্দন ফ্যাশন স্টাইল দিয়ে এরই মধ্যে দর্শক-ভক্তদের প্রশংসা পেয়েছেন তিনি।

সম্প্রতি ইতালির লেক কমোতে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বাগ্‌দান অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখান বলিউডের নামীদামী অনেক তারকার সঙ্গে হাজির হয়েছেন জাহ্নবী কাপুরও।

অনুষ্ঠানে কালো সেমি-শের গাউন পরে উপস্থিত হন ‘ধাড়াক’খ্যাত এই অভিনেত্রী। এমন পোশাকে অনিন্দ্য সুন্দর দেখাচ্ছিল তাকে। তার রূপের দ্যুতি মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়।  

জাহ্নবী ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সোনম কাপুর আহুজা, আনন্দ আহুজা, অনিল কাপুরসহ অনেক তারকাই এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।