ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেখ মহসিনের ‘বাউলা অন্তর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
শেখ মহসিনের ‘বাউলা অন্তর’ ‘বাউলা অন্তর’ মিউজিক ভিডিওর একটি দৃশ্য

অডিও ফিতার যুগের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ মহসিন এবার ‘বাউলা অন্তর’ শিরোনামে নতুন একটি গানের অডিও-ভিডিও নিয়ে হাজির হচ্ছেন।

গানটির কথা ও সুর করেছেন শেখ মহসিন নিজেই আর সংগীতায়োজন করেছেন সচি সামস্।

মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওর শুটিং হয়।

নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে মডেল হয়েছেন হামজা। তার সাথে জুটি বেঁধেছেন মডেল আদিবা ইভা। থাকছেন শেখ মহসিন নিজেও।

শেখ মহসিন বলেন, এক অসাধারণ হৃদয় ছোঁয়া গান ও যুগান্তকারী দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও 'বাউলা অন্তর'। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ‘বাউলা অন্তর’ মিউজিক ভিডিওর একটি দৃশ্যগানটির ভিডিও নিয়ে সৈকত নাসির বলেন, মহসিনের কণ্ঠ এক কথায় অসাধারণ। গানটির সুর ভালো হয়েছে। গান এখন শোনার পাশাপাশি দেখার বিষয়টাও গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে গানটির গল্প নির্ভর একটি ভিডিও শ্রোতারা দেখতে পারবেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এর ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ প্রকাশ করা হবে ‘বাউলা অন্তর’র গান-ভিডিও।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।