ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘নায়ক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘নায়ক’ 'নায়ক'র একটি দৃশ্যে বাপ্পি চৌধুরী ও অধরা খান

ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) চলচ্চিত্র সেন্সর বোর্ড বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেছে।

পরিচালক ইস্পাহানী বাংলানিউজকে বলেন, গত ২০ সেপ্টেম্বর ছাড়পত্রের জন্য আমরা সেন্সর বোর্ডে ‘নায়ক’ জমা দেই। পাঁচ দিনের মাথায় আজ (সোমবার) কোনো রকম কাটছাঁট ছাড়াই ছাড়পত্র প্রদান করেছে।

‘যেহেতু ছাড়পত্র পেয়েছি তাই এখন আর মুক্তি দিতে খুব একটা সময় নেবো না। খুব শিগগিরই ‘নায়ক’ মুক্তির তারিখ চূড়ান্ত করে ঘোষণা দেবো’, যোগ করে বলেন এই নির্মাতা।

সিনেমাটিতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান। আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।