ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবশেষে প্রকাশ পেলো ‘বাকরখানি প্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
অবশেষে প্রকাশ পেলো ‘বাকরখানি প্রেম’ ইরফান সাজ্জাদ ও ফারিয়া শাহরিন

পুরান ঢাকার ঐতিহ্যবাহি খাবার বাকরখানিকে কেন্দ্র করে ‘বাকরখানি প্রেম’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন জীবন শাহাদাৎ। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও ফারিয়া শাহরিন।

তবে কয়েক বছর আগে নির্মিত এই নাটকটি কম্পিউটারের হার্ড ডিস্ক ক্রাশ হয়ে যাওয়ার কারণে প্রকাশ অনিশ্চিত হয়ে পড়েছিলো।

শেষ পর্যন্ত নাটকটির ফুটেজ উদ্ধার করে মুক্তি দেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে।

এ প্রসঙ্গে জীবন শাহাদাৎ বলেন, নাটকটি টেলিভিশনের জন্য নির্মিত হলেও ফুটেজ হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। তবে এখন ইউটিউবের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি, এটাই সার্থকতা।

ইফফাত জাহানের গল্প ভাবনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ।

**‘বাকরখানি প্রেম’বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।