ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অজয়ের উপর বিরক্ত কাজল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
অজয়ের উপর বিরক্ত কাজল! অজয় ও কাজল

কী ভুলটাই না করে বসলেন অজয় দেবগন? সম্প্রতি এই বলিউড তারকা টুইটারে তার সহধর্মিণী কাজলের ব্যক্তিগত ফোন নাম্বার শেয়ার করেছেন। আর তাতেই বেঁধেছে বিপত্তি।

অজয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানান, কাজল দেশে নেই, তার সঙ্গে ৯৮২০১২... নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ।
 
আর তাতেই অজয়ের ওপর চটেছেন ‘দিলওয়ালে’খ্যাত এই অভিনেত্রী।

অজয়ের টুইটের পর কাজলের ভক্তরা ইতোমধ্যে সেলফোনে ‘যুদ্ধ’ শুরু করে দিয়েছেন। একের পর এক কল করে কাজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। এমন কী অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কাজলের নাম্বার ছড়িয়ে পড়েছে।

এরপরই অবশ্য বিষয়টি পরিষ্কার করেন অজয়। তিনি আরও একটি টুইটে লেখেন, এটি একটি ‘প্রাঙ্ক’ ছিল। ছবির সেটে প্রাঙ্ক করে সময় পার করছি। ’

কাজলকে ম্যানশন করে তিনি আরও লিখেন চেষ্টা করছি একজনকে এখানে আনতে।

অজয়ের এমন প্রাঙ্ক-এ খুশি না হয়ে উল্টো বিরক্তি প্রকাশ করেছেন কাজল। বিরক্তির ইমোজি দিয়ে বলিউডের জনপ্রিয় এ তারকা টুইটারে লেখেন, তোমার প্রাঙ্ক এখন মনে হচ্ছে স্টুডিওর বাহিরে চলে গেছে। তবে তাদের ঘরে স্বাগতম জানানোর কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।