ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার কাজী হায়াতের সিনেমায় শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
প্রথমবার কাজী হায়াতের সিনেমায় শাকিব খান কাজী হায়াৎ ও শাকিব খান

নন্দিত নির্মাতা কাজী হায়াৎ নতুন সিনেমার কাজ শুরু করছেন। এটি হতে যাচ্ছে তার পরিচালিত ৫০তম সিনেমা।

‘বীর’ নামের সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। আর এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করবেন শাকিব।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ‘শিকারি’খ্যাত এই নায়ক। সে সময় উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, পরিচালক শাহীন সুমন, প্রযোজক মো. ইকবালসহ বেশ কয়েকজন। 'বীর'-এ চুক্তিবদ্ধ হওয়ার পর শাকিব খানের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে‘বীর’ প্রযোজক মো. ইকবাল বাংলানিউজকে বলেন, কাজী হায়াতের ৫০তম সিনেমার নায়ক হচ্ছেন শাকিব। আর এই সিনেমাটির প্রযোজনা করতে পেরে আমার কাছে ভালো লাগছে। আশা করছি খুব শিগগির শুটিং শুরু করতে পারবো।

‘বীর’র নায়ক শাকিব খান হলেও এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।