ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজায় ‘দেবী পক্ষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
দুর্গাপূজায় ‘দেবী পক্ষ’ ‘দেবী পক্ষ’র একটি দৃশ্যে মিজান ও সাবা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মী উৎসব দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দেবী পক্ষ’।

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মাজনুন মিজান ও অভিনেত্রী সোহানা সাবা।

এর গল্পে দেখা যাবে বাবা ও বোনের প্রতি একটি মেয়ের টান ও স্বামীর ওপর স্ত্রীর বিশ্বাস আর দুর্গার জন্য ভালোবাসার প্রতিচ্ছবি।

মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তার বাবার চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, স্বামী চরিত্রে মাজনুন মিজান এবং ছোট বোন চরিত্রে অভিনয় করেছেন মুন।

খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রাশেদ রাহা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, এখানে আমার চরিত্রটি বেকার শিক্ষিত যুবকের। যে  টিউশনি করি আয় করেন। দুই বোনের শিক্ষক আমি। বড় বোনের (সোহানা সাবা) সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু ওদের চেয়ে আমি নিচু বর্ণের। তাই আমাদের সম্পর্কে বাধা আসে।

সাবা বললেন, গল্পটি পূজা উৎসবকে ঘিরে। তবে এখানে অনেক রকমের বার্তা রয়েছে। অনেক সম্পর্কের হিসাব মেলানো হয়েছে। কাজটি করে সত্যি সত্যি ভালো লেগেছে। যে কোনো ধর্ম বা বর্ণের মানুষেরই নাটকটি ভালো লাগবে।

প্লে মিউজিক থেকে নির্মিত ‘দেবী পক্ষ’ ১৭ অক্টোবর মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।