ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তনুশ্রীকে উকিল নোটিশ পাঠাচ্ছেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
তনুশ্রীকে উকিল নোটিশ পাঠাচ্ছেন নানা পাটেকর তনুশ্রী দত্ত ও নানা পাটেকর

সম্প্রতি বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে ‘যৌন হেনস্থা’র অভিযোগ এনেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

১০ বছর আগে একটি সিনেমার শুটিংয়ের সময় সহ-অভিনেতা পাটেকর তাকে হেনস্থা করেছেন বলে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন ‘আশিক বানায়া আপনে’খ্যাত এই অভিনেত্রী।

তবে ‘যৌন হেনস্থা’র অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ‘হাউজফুল’খ্যাত অভিনেতা।

শুধু তাই নয় তনুশ্রীকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ৬৭ বছর বয়সী এই তারকা।

পাটেকরের আইনজীবী রাজেন্দ্র সিকোদকার বলেন, তনুশ্রী দত্ত মিথ্যা অভিযোগ এনেছেন এবং অসত্য কথা বলেছেন। তাই আমরা তাকে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তনুশ্রী যাতে তার বক্তব্যের জন্য ক্ষমা চান সেজন্যই এই নোটিশটি পাঠানো হচ্ছে।

তনুশ্রী অভিযোগ করেন, ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি নাচের শুটিং করতে গিয়ে নানা পাটেকর তাকে ‘যৌন হেনস্তা’ করেন। সঙ্গে কোরিওগ্রাফার গনেশ আচার্যকেও তিনি অভিযুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।