ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শতাব্দী ওয়াদুদের ‘পাগলামি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
শতাব্দী ওয়াদুদের ‘পাগলামি’ শতাব্দী ওয়াদুদ

একজন রাস্তার পাগলকে সুস্থ করার অনেক রকম চেষ্টা চালান সায়লা। কিন্তু তার এই মহৎ  উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায় সমাজের নানা প্রতিকূলতা।

এসব প্রতিকূলতা পার করে সায়লা যখন পাগলটিকে ভালো করতে সক্ষম হন, তখনই পাগলটির জীবনে নেমে আসে বিপর্যয়! সে আত্মহত্যার পথ বেছে নিতে চায়। কিন্তু সায়লা তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেন।

সোহানা সাবাএমনভাবেই গড়ে উঠেছে ‘পাগলামি’ নাটকটির গল্প। এতে পাগলের চরিত্রে শতাব্দী ওয়াদুদ এবং সায়লার চরিত্রে সোহানা সাবা অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন দিপু মাহমুদ।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশফাকুর অভি। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় আরটিভিতে ‘পাগলামি’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।