ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুন্দরীদের বিচারক হচ্ছেন পিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
সুন্দরীদের বিচারক হচ্ছেন পিয়া জান্নাতুল ফেরদৌস পিয়া

প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয়েছে ‘মিস কালচারাল অ্যান্ড ট্যুরিজম’ প্রতিযোগিতা। মূলত এই প্রতিযোগিতায় সেরা পাঁচ বিজয়ী বাংলাদেশের ট্যুরিজম এবং কালচারকে তুলে ধরবেন চীনে।

এতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন আলোচিত মডেল ও অভিনেত্রী  জান্নাতুল ফেরদৌস পিয়া।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী সেরা পাঁচ জন অক্টোবরের শেষ সপ্তাহে যাবেন চীনে।

নভেম্বরের প্রথম সপ্তাহে চীনের শানঢং স্টেটের হাজাহ সিটিতে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড কালচারাল অ্যান্ড ট্যুরিজম প্রতিযোগিতা।
 
দেশের সেরা পাঁচ বিজয়ী খোঁজার এই আয়োজনে জান্নাতুল ফেরদৌস পিয়ার সাথে বিচারক হিসেবে আরও থাকবেন চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

ডিজিটাল বিনোদন প্লাটফর্ম এন্ড সার্ভিস লিংকাসের আয়োজনে প্রতিযোগিতায় নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।