ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দোস্তানা টু’তে রাজকুমার রাও?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
‘দোস্তানা টু’তে রাজকুমার রাও? রাজকুমার রাও

বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী’ বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করেছে। সিনেমাটির দুর্দান্ত সাফল্য নির্মাতাদের কাছে এই অভিনেতার চাহিদা বাড়িয়ে দিয়েছে।

রাজকুমারের আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘মেইড ইন চায়না’, ‘মেন্টাল হ্যায় ক্যায়া’, ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’ ও ‘ফাইভ ওয়েডিংস’।    

এবার শোনা যাচ্ছে ২০০৮ সালের সুপারহিট সিনেমা ‘দোস্তানা’র সিক্যুয়েলের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘নিউটন’খ্যাত এই তারকা।

সিনেমাটির প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন ও জন আব্রাহাম।

সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজকুমারের সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতা। কিন্তু সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

‘দোস্তানা’ পরিচালনা করেছিলেন তরুণা মানসুখানি। কিন্তু সিক্যুয়েল নির্মাণ করবেন কলিন ডি’কুনহা। কলিন এর আগে সহকারী পরিচালক হিসেবে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ ও আদভাইত চন্দনের ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
জেআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।