ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে রাজ কাপুরের স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
না ফেরার দেশে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণ রাজ কাপুর।

না ফেরার দেশে চলে গেলেন হিন্দি সিনেমার নির্মাতা প্রয়াত রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। তিনি বলিউডের প্রখ্যাত কাপুর পরিবারের সদস্য কারিনা ও কারিশমা কাপুরের দাদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সোমবার (০১ অক্টোবর) কৃষ্ণা রাজ কাপুরের জ্যেষ্ঠ ছেলে রণধীর কাপুর বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।

তিনি বলেন, সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মা নিঃশ্বাস ত্যাগ করেন।

আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকার্ত। স্বামী রাজ কাপুরের সঙ্গে কৃষ্ণা রাজ কাপুর
​ইনস্টাগ্রামে ঋদ্ধিমা কাপুর দাদির সঙ্গে দুটো ছবি শেয়ার করে লিখেছেন, তোমাকে ভালোবাসি। তোমাকে সব সময় ভালোবাসবো-আরপি দাদি। ইনস্টাগ্রামে ঋষি ও নীতু কাপুরের বড় মেয়ে ঋদ্ধিমা কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে কৃষ্ণা রাজ কাপুরের প্যারিস ভ্রমণের একটা ছবি শেয়ার করেছেন।

রাজ কাপুর ১৯৪৬ সালে কৃষ্ণা মালহোত্রাকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে পাঁচটি সন্তান জন্ম নেয়। তারা হলেন অভিনেতা রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর, কন্যা রিমা জৈন ও রীতু নান। অভিনেতা রণবীর, কারিনা ও কারিশমা কাপুর ছিলেন কৃষ্ণা রাজ কাপুরের নাতি-নাতনি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২১০৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।