ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫ অক্টোবর আসছে মাহি ও টয়ার সিনেমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
৫ অক্টোবর আসছে মাহি ও টয়ার সিনেমা টয়া ও মাহি

দীর্ঘদিন পর সিনেমা নির্মাণ করেছেন ‘খায়রুন সুন্দরী’খ্যাত নির্মাতা এ কে সোহেল। তার নতুন সিনেমা ‘পবিত্র ভালোবাসা’। আগামী ৫ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার বিপরীতে রয়েছেন নবাগত নায়ক রোকন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, সুচরিতা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরা প্রমুখ।

একটি মুসলিম ও হিন্দু পরিবারের দ্বন্দ্বের গল্প নিয়ে ‘পবিত্র ভালোবাসা’ নির্মিত হয়েছেন। গত ১২ এপ্রিল সিনেমাটি সেন্সর বোর্ড থেকে কর্তন সাপেক্ষে ছাড়পত্র পায়।

এদিকে ৫ অক্টোবর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে রাহসান নূর পরিচালিত ‘বেঙ্গলি বিউটি’। এতে অভিনয় করেছেন লাক্স তারকা মুমতাহিনা চৌধুরী টয়া। এই সিনেমার মধ্য দিয়ে টয়া বড় পর্দায় পা রাখলেন। এতে তার বিপরীতে পরিচালক নিজেই অভিনয় করেছেন।

এর আগে গত ২০ জুলাই সিনেমাটি মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো । এবার নতুন করে প্রায় ত্রিশটি প্রেক্ষাগৃহে ‘বেঙ্গলি বিউটি’ মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।