ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লিয়ন লিটুর গানে সুমিত-শাকিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
লিয়ন লিটুর গানে সুমিত-শাকিলা সুমিত সেনগুপ্ত ও শাকিলা পারভীন

সম্প্রতি প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী লিয়ন লিটুর ‘হয়ে গেছো মন’ শিরোনামে একটি গান। এর কথা লিখেছেন আনোয়ার হোসেন আদর ও সুর করেছেন সাজিদ সরকার।

গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন মাহিন আওলাদ। এতে মডেল হয়েছেন সুমিত সেনগুপ্ত ও মডেল শাকিলা পারভীন।

নতুন গানটি প্রসঙ্গে লিয়ন বলেন, আমি ঢাকার ছেলে হলেও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। কিন্তু মনেপ্রাণে বাংলা গানকে ভালোবাসি। তাই সুযোগ পেলেই শ্রোতাদের নতুন গান উপহার দেওয়ার চেষ্টা করি। এবার শ্রোতাদের জন্য আমার নতুন উপহার ‘হয়ে গেছো মন’।

এই গানটি ছাড়াও লিয়ন আরও বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। ফুয়াদ নাসের বাবু ও মাকসুদ জামিল মিন্টুর সুরে গানগুলো খুব শিগগিরই প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।