ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে অতনু তিয়াসের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে অতনু তিয়াসের গান অতনু তিয়াস

আন্তর্জাতিক প্রবীণ দিবসে হৃদয়স্পর্শী একটি গান প্রকাশ করেছেন কবি অতনু তিয়াস। ‘বুড়া বয়সে রিশকা বাইয়া খাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর তিনি নিজেই করেছেন।

অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে।

গানটির সঙ্গীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী ও সঙ্গীতপরিচালক সুমন কল্যাণ।

বাঁশিতে ছিলেন সাইদ হাসান বাবু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন আরেক সঙ্গীতপরিচালক রোকন ইমন।

অতনু তিয়াস জানান, গানটিতে অসহায় প্রবীণ রিকশাওয়ালার কষ্টের কথা প্রকাশ পেয়েছে। এ গান তিনি পৃথিবীর সকল প্রবীণদের উৎসর্গ করেছেন।

‘বুড়া বয়সে রিশকা বাইয়া খাই’ গানটি অতনু তিয়াসের অপ্রকাশিত একক অ্যালবাম ‘আমি’র। খুব শিগগিরই অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানা যায়। ছয়টি গান দিয়ে সাজানো এই অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর অতনু তিয়াসের।
**‘বুড়া বয়সে রিশকা বাইয়া খাই’বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।