ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টিজারে মুগ্ধ করলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
টিজারে মুগ্ধ করলেন কঙ্গনা কঙ্গনা রানাউত

‘মণিকর্ণিকা’ সিনেমায় রানি লক্ষ্মীবাই চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

মঙ্গলবার (০২ অক্টোবর) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে ইউটিউবে। এতে ঝাঁসির রানি লক্ষ্মীবাই রূপে সকলকে চমকে দিয়েছেন কঙ্গনা।

টিজারের শুরুতেই অমিতাভ বচ্চন ঝাঁসির রানিকে পরিচয় করিয়ে দেন। এরপর বলিউড ‘কুইন’ তলোয়ারের দিয়ে ব্রিটিশ পতাকা দ্বিখণ্ডিত করে দেন। যুদ্ধের ময়দানে একে একে শত্রুপক্ষকে ঘায়েল করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, রাজকুমারী থেকে রানি, তারপর মা এবং যোদ্ধা, বীরাঙ্গনা রানির বেশেও ধরা দিয়েছেন তিনি। প্রতিটি ঝলকে দর্শকদের মুগ্ধ করেছেন কঙ্গনা।

সিনেমাটিতে কঙ্গনা ছাড়াও আরও অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, জিশান আয়ুব ও বিশেষ একটি চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।

আগামী বছর ২৫ জানুয়ারি ‘মণিকর্ণিকা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

**‘মণিকর্ণিকা’র টিজারবাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।