ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্ব-ফারিয়ার 'জীবনের দিনরাত'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
অপূর্ব-ফারিয়ার 'জীবনের দিনরাত' নাটকের দৃশ্যে অপূর্ব ও শবনম

সম্প্রতি নির্মিত হয়েছে রিফাত আদনান পাপনের রচনায় ও নাজমুল রনির পরিচালনায় খণ্ড নাটক 'জীবনের দিনরাত'।

এর গল্পে দেখা যাবে, জীবন বাবা-মা'র একমাত্র সন্তান। খুব আদরে বড় হয়েছেন তিনি, তাই তার বাস্তব জ্ঞান নেই বললেই চলে।

কোনো দায়িত্বও তার উপরে পড়তে দেননি তার বাবা।  

এর ফলে বেশি আদরে কিছুটা বিগড়ে গেছে বললেও ভুল হবে না। পড়াশোনায় মন নেই তার, সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ান। কোনো বাজে নেশা নেই কিন্তু মানসিকভাবে প্রচণ্ড অলস। আর এ নিয়েই ভয়ানক ঝগড়া লেগে থাকে তার প্রেমিকা মিতুর সঙ্গে।  এরপর তাদের সম্পর্কে ফাটল ধরে। এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

এমনই গল্পে নির্মিত হয়েছে অপূর্ব-শবনম ফারিয়া জুটির নাটক 'জীবনের দিনরাত'। পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকটিতে আরও রয়েছেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, জীবন খুব আহ্লাদি একটি ছেলে। সে ক্যারিয়ার নিয়ে একেবারেই সিরিয়াস না। কিন্তু জীবন যুদ্ধে তো সবাইকে নামতে হয়। সবসময় মাথার উপর ছায়া থাকে না। নাটকটিতে দর্শক এই তথ্যটি পাবেন।

আগামী ১৯ নভেম্বর রাত ৯টায় নাগরিক টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান পরিচালক।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।