ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যাপিটাল এফএমে সালমান-জেসিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
ক্যাপিটাল এফএমে সালমান-জেসিয়া সালমান মুক্তাদির ও জেসিয়া ইসলাম

ক্যাপিটাল এফএম’র ‘ভালোবাসা উইথ গুরু এহতেশাম’ শীর্ষক অনুষ্ঠানে আসছেন আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির ও মিস বাংলাদেশ-২০১৭ জেসিয়া ইসলাম। 

তাদের ‘ভালোবাসার’ কথা শুনতে কান পাতুন বৃহস্পতিবার রাত ১১টায় ক্যাপিটাল এফএমে (94.8), আর চোখ রাখুন ক্যাপিটাল এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজে।  

শ্রোতারা এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারবেন অনুষ্ঠানে।

এসএমএস করার নিয়ম CFM _ NAME _ TEXT লিখে পাঠাতে হবে ৬৯৬৯ নাম্বারে। আর লাইভ ফোনকলের জন্য নাম্বার –০২৫৫০৩৬৬৫৯। ফেসবুক লাইভের জন্য চোখ রাখতে হবে ক্যাপিটাল এফএমের অফিসিয়াল ফেসবুক পেজে।  দেশের অন্যান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করতে হবে www.radiocapital.fm ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।