ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দহন’র টিজার নিয়ে হাজির সিয়াম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
‘দহন’র টিজার নিয়ে হাজির সিয়াম সিয়াম আহমেদ

রাস্তার চারপাশে আগুন জ্বলছে, লোকজন এদিক ওদিক ছোটাছুটি করছে। দ্রুত গতিতে ছুটে আসা একটি জ্বলন্ত টায়ারকে পা দিয়ে থামিয়ে এই আগুনে সিগারেটে জ্বালালেন সিয়াম। এরপর ধোঁয়া ফুঁকে নিজের চরিত্রের জানান দিলেন তিনি।

এভাবেই ‘দহন’ সিনেমার টিজারে হাজির হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। শুক্রবার (৫ অক্টোবর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এটি প্রকাশ পেয়েছে।

টিজারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছেন সিয়াম।

এদিন টিজারটি প্রকাশ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়া জানায়, ২০১২ সালের এই ৫ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা ‘ভালোবাসার রং’ মুক্তি পায়। আর এই উপলক্ষেই শুক্রবার ‘দহন’র টিজার প্রকাশ করা হয়েছে।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমায় সিয়ামের নায়িকা পূজা চেরি। এটি সিয়াম-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘পোড়ামন ২’ সিনেমায় তাদের প্রথম একসঙ্গে অভিনয় করতে দেখা যায়।

**টিজার দেখুন

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।