ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টুইটার ব্যবহারে সোনমের বিরতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
টুইটার ব্যবহারে সোনমের বিরতি সোনম কাপুর

বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী সোনম কাপুর। যে কোনো বিষয়ে তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেও নানা বিষয় নিয়ে তিনি নিয়মিত টুইট করে থাকেন।

তবে এবার ভক্তদের জন্য একটি খারাপ খবর দিলেন ‘সঞ্জু’খ্যাত এই অভিনেত্রী। টুইটারকে ‘নেতিবাচক’ আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

শনিবার (৬ অক্টোবর) নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান তিনি। সোনম লেখেন, ‘আমি কিছুদিনের জন্য টুইটার ব্যবহার বন্ধ করতে যাচ্ছি। এটা এখন অনেক নেতিবাচক একটি বিষয়। সবার জন্য ভালোবাসা। ’

সোনম কাপুরকে নিয়ে নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করতে দেখা যায়। যেটা তাকে খুব বিরক্ত করছে বলে যানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।